Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

জেলা শিল্পকলা একাডেমি, লালমনিরহাট
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
সিটিজেন চার্টার
জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম ও প্রশিক্ষণ কেন্দ্র সংক্রান্ত তথ্য

 

৪বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সের তালিকা :

 

ক্রমিক নং

বিভাগ সমূহ

বয়স

০১

কন্ঠ সংগীত (শাস্ত্রীয়,সাধারণ সংগীত)

নুন্যতম  ৬ বছর হতে হবে

০২

নৃত্য (শাস্ত্রীয়,সাধারণ নৃত্য)

।।

০৩

চারুকলা

।।

০৪

তালযন্ত্র (তবলা)

।।

০৫

নাট্যকলা

।।

০৬ আবৃত্তি

।।

 

(ভর্তি প্রক্রিয়া শুরু প্রতিবছরের ডিসেম্বর মাস হতে এবং ক্লাস শুরু জানুয়ারি মাস হতে )

প্রশিক্ষণ শেষে কোর্স সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হয়।

 

বছর ব্যাপি অনুষ্ঠান মালা

 

ক্রমিক নং

তারিখ

সাংস্কৃতিক  অনুষ্ঠানসমূহ

০১

১৩ ফেব্রুয়ারি

বসন্ত বরণ উৎসব

০২

১৯ ফেব্রুয়ারি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী

০৩

২১ ফেব্রুয়ারি

মহান ভাষা শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা  দিবস

০৪

১৭ মার্চ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস 

০৫

২০মার্চ

শিশু নাট্য দিবস

০৬

২৫ মার্চ

গনহত্যা দিবস 

০৭

২৬ মার্চ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 

০৮

২৭ মার্চ

বিশ্ব নাট্য দিবস 

০৯

১৪ এপ্রিল

পহেলা বৈশাখ

১০

১৭ এপ্রিল

মুজিবনগর দিবস

১১

২৯ এপ্রিল

বিশ্ব নৃত্য দিবস

১২

০৮ মে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবাষির্কী

১৩

২৫ মে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবাষির্কী

১৪

পহেলা আষাঢ়

বর্ষবরণ

১৫

২১ জুন

সংগীত দিবস

১৬

১৫ আগষ্ট

জাতীয় শোক দিবস

১৭

পহেলা অগ্রহায়ণ

নবান্ন উৎসব

১৮

১৪ ডিসেম্বর

বুদ্ধিজীবি দিবস

১৯

১৬ ডিসেম্বর 

মহান বিজয় দিবস 

২০  

বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নির্দেশিত অনুষ্ঠান আয়োজন

 
 

অন্যান্য অনুষ্ঠান ও কার্যক্রমসমূহ :

 

ক্রমিক নং

 অনুষ্ঠান 

০১

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান।

০২

নাটক নির্মাণ ও মঞ্চায়ন।

০৩

জেলা শিল্পকলা একাডেমি চলচ্চিত্র সংসদ পরিচালনা ও চলচ্চিত্র প্রদর্শনী।

০৪

সঙ্গীত দল ও নৃত্যদল পরিচালনা।

০৫

অটিস্টিক, প্রতিবন্ধী ও প্রবীনদের জন্য অনুষ্ঠান।

০৬

সরকারি বিভিন্ন দিবস এ সাংস্কৃতিক অনুষ্ঠান।

০৭

বিভিন্ন প্রতিযোগিতার  আয়োজন।

০৮

জেলা শিল্পকলা একাডেমি আর্ট ডিরেক্টরিতে শিল্পী ও জেলার প্রতিষ্ঠানের নাম।

০৯

অ্যাক্রোবেটিক প্রদশর্নীর আয়োজন।

১০

জেলা শিল্পকলা একাডেমি লাইব্রেরি পরিচালনা।

১১

দুস্থ ও অস্বচ্ছল সাংস্কৃতিকসেবীদের ভাতা প্রদান।

 


ভর্তি প্রক্রিয়ার তথ্য

 

ক্রমিক নং

প্রয়োজনীয়  বিষয়াদি

০১

জন্মসনদ/ভোটার আইডি কার্ডের ফটোকপি

০২

০২ কপি পাসর্পোট  সাইজের ছবি

০৩

ভর্তি ফরম

০৪

ভর্তি ফি

 

 

অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রমঃ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চারুকলা ও তালযন্ত্র বিষয়ে  উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়ে থাকে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দেশের প্রখ্যাত প্রশিক্ষক বৃন্দ প্রশিক্ষণ দিয়ে থাকেন।

 

► জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটি ও জেলা কালচারাল অফিসারের সার্বিক তত্ত্বাবধানে লাইট অপারেটর, সাউন্ড অপারেটর, অফিস সহায়ক, প্রহরী, প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষকবৃন্দ, সংশি­ষ্ট অন্যান্যদের সমন্বয়ে জেলা শিল্পকলা একাডেমি, লালমনিরহাটের সেবাসমূহ নিশ্চিত করা হয়।