Wellcome to National Portal
Main Comtent Skiped

Details of Training

কন্ঠ সংগীত (চার বছর), নৃত্যকলা (চার বছর), তবলা (চার বছর), নাট্যকলা (চার বছর), আবৃত্তি (চার বছর), চারুকলা (চার বছর) বিষয়ে বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট কোর্স এছাড়াও শিশু বিভাগের মাধ্যমে ২ বছর মেয়াদি ফাউন্ডেশন কোর্স চালু রয়েছে। প্রতিবছর ডিসেম্বর মাসের ২০ তারিখ থেকে আবেদন ফরম বিতরণ করা হয়। জানুয়ারি ১ম সপ্তাহে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। ভর্তির বয়স ৬-২৫ বছর। প্রশিক্ষণ কেন্দ্রে মোট ০৮ জন প্রশিক্ষক ও ০৪ জন তালযন্ত্র সহকারী কর্মরত রয়েছে।