কন্ঠ সংগীত (চার বছর), নৃত্যকলা (চার বছর), তবলা (চার বছর), নাট্যকলা (চার বছর), আবৃত্তি (চার বছর), চারুকলা (চার বছর) বিষয়ে বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট কোর্স এছাড়াও শিশু বিভাগের মাধ্যমে ২ বছর মেয়াদি ফাউন্ডেশন কোর্স চালু রয়েছে। প্রতিবছর ডিসেম্বর মাসের ২০ তারিখ থেকে আবেদন ফরম বিতরণ করা হয়। জানুয়ারি ১ম সপ্তাহে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হয়।। ভর্তির বয়স ৬-২৫ বছর। প্রশিক্ষণ কেন্দ্রে মোট ০৮ জন প্রশিক্ষক ও ০৪ জন তালযন্ত্র সহকারী কর্মরত রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS